এবং বই





বই নিয়ে নানান জায়গায় কিংবা নানান ম্যাগাজিনে আলাপ হয়। এক্ষেত্রে কিছুটা আলাদা আলাপ করে "এবং বই"। আলাদা বলতে এটা মূলত বই বিষয়ক ত্রৈমাসিক। বইয়েরই জগত নিয়ে উল্টেপাল্টে দেখা এবং বইয়ের কাজ। বলতে পারেন লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদের একটা ব্যতিক্রম চিন্তার আয়োজন হলো এটা। কাজ করেন নদী নিয়ে থাকেন বইয়ের সাথে, বইকে জানাতে।

প্রচ্ছদ দেখে মনে হবে এটা এস এম সুলতানকে নিয়ে কোন বই কিংবা ক্রোড়পত্র। মূলত এবং বইয়ের এবারের সংখ্যাটা চিত্রশিল্পী এস এম সুলতানকে শ্রদ্ধা নিবেদন করেই প্রচ্ছদটা করা হয়েছে একইসাথে প্রচ্ছদ রচনাও এই গুণীশিল্পীর স্মরণে। নানান বইয়ের আলাপ  ও সাক্ষাৎকারে সমৃদ্ধ হলো "এবং বই"। 

"এবং বই" কি ধরনের আলাপটা হাজির করতে চায় পাঠকের সামনে। প্রত্যেক সংখ্যায় বাছাইকৃত বইয়ের আলোচনা থাকে এবং বইয়ে। এবারের প্রচ্ছদ রচনায় "শতবর্ষে সুলতান" শিরোনামে ধ্রুব সাদিকের লেখায় উঠে এসেছে চিত্রশিল্পী সুলতানের জীবনের নানাবিধ আলাপ। 

প্রিয় দশ বই বিভাগে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজীব কুমার সাহা ও আমীন আল রশীদ। সাক্ষাৎকার পর্বে কথা বলেছেন ওপার বাংলার কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। বাছাই বই নিয়ে নানা প্রসঙ্গে চমৎকার আলাপ হাজির করেছেন আহমদ বশীর। আলম খোরশেদ। বিশ্লেষক ও গবেষক কাজল রশীদ শাহীন। রাকিবুল রকি এবং শফিক হাসান।

পাঠ-প্রতিক্রিয়া পর্বে "অন্য হাসান আজিজুল হক ও..." শিরোনামে কথাশিল্পী হাসান আজিজুল হকের লেখক জীবনের অজানা অধ্যায় নিয়ে রয়েছে জোবায়ের মিলনের আনন্দের আলোচনা।

যারা বই ভালোবাসেন, নাড়াচাড়া করেন কিংবা বই নিয়ে আলাপ করতে চান "এবং বই" তাদের জন্য সুখপাঠ্য বলে মনে করি। অন্তত হাজারো বইয়ের ভিড়ে গুরুত্বপূর্ণ বইয়ের সন্ধান পাবেন এখানে। জানতে পারবেন সমসাময়িক কালে বইয়ের ভেতর-বাহির।